ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:১০ অপরাহ্ন

সপ্তাহজুড়ে জিপি ও রবির ৩৬ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তালিকাভুক্ত শীর্ষ দুই মোবাইল ফোন কোম্পানির।গত সপ্তাহে রবি আজিয়াটা ও গ্রামীণফোন একত্রে ৩৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন গত সপ্তাহে ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।যা ডিএসইর মোট লেনদেনের ৪.১১ শতাংশ।

গত সপ্তাহে জিপির শেয়ার সর্বশেষ ৩৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির পিই রেশিও রয়েছে ১২.৮৬ পয়েন্ট।

গ্রামীণফোন ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ১৭০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা।বাজার মূলধনের শীর্ষস্থানীয় কোম্পানিটির বর্তমানে ৪৬ হাজার ৪০৯ কোটি ৮১ লাখ টাকার বাজার মূলধন রয়েছে।

রবি আজিয়াটা

দেশের আরেক মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা গত সপ্তাহে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।যা ডিএসইর মোট লেনদেনের ৩.৬০ শতাংশ।

গত সপ্তাহে রবির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির পিই রেশিও রয়েছে ২১.৫৭ পয়েন্ট।

রবি আজিয়াটা ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ  লভ্যাংশ ঘোষণা। কোম্পানিটির বর্তমানে ১৫ হাজার ১৯০ কোটি টাকার বাজার মূলধন রয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন