ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় লেনদেন ১৩১ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে বেশিরভাগ  কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ১৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৮০টির, দর কমেছে  ১১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন