ঢাকা, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫, ১:০৩ অপরাহ্ন

মেট্রোরেলে একদিনে ৪ লাখ যাত্রী পরিবহনের মাইলফলক

একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের মাইলফলক অর্জন করেছে মেট্রোরেল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রোরেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে নতুন এই অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেওয়ায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানায়, সম্মানিত যাত্রীদের সেবায় তারা নিবেদিত এবং আগামীর পথচলায় সবার সার্বিক সহযোগিতা কামনা করছে।

এর আগে, ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বোচ্চ ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন হয়। ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছে।

উল্লেখ্য, ঢাকা শহরের যানজট কমাতে এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করা হয়, যা পরে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ