ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ বা ১৫  হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ  টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩২ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৫ কোটি ৭৩ লাখ টাকার বা ১.২০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২২ দশমিক ৩ পয়েন্ট বা  দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৫ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬.২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৬৬টির এবং অপরবর্তিত রয়েছে ৪৯টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন