পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ কারখার উৎপাদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন গত ১ ফেব্রুয়ারি থেকে ২ মাসের জন্য বন্ধ রাখা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির লোকসান না কাটানো পরযন্ত উৎপাদন বন্ধ থাকবে। এছাড়া কারখানার অন্য কাজগুলো শিডিউল অনুযায়ী চলবে।
কোম্পানিটি আরও জানায়, সাফকো স্পিনিংয়ের উৎপাদন যত দ্রুত সম্ভব চালু করা হবে।
