শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারে শেয়ারহোল্ডাররা ৪৪ টাকা করে লভ্যাংশ পাবে।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
