ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৮১টি বা ২৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট  স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ফান্ডটির দর ২ টাকা ১০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ৩.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ইউনিটটির দর ৫.২৬ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- অ্যারামিট সিমেন্ট ৩.১৭ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৩.১২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২.৮৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২.৮৫ শতাংশ, পাওয়ার গ্রীডের ২.৭০ শতাংশ ও সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২.৭০ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন