পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্টের সহযোগী প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড (সিটিএসএল) মালবাহী ফরওয়ার্ডিং এবং শিপিং এজেন্সি ব্যবসা শুরু করেছে। কোম্পানিটি হেলম্যান ওয়াল্ডওয়াইড লজিস্টিকসের লোকাল এজেন্ট হিসেবে গত জুলাই মাসে এই ব্যবসা শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ব্যবসার ইতিবাচক প্রতিফলন ৩০ সেপ্টেম্বরের সমন্বিত আর্থিক প্রতিবেদনে দৃশ্যমান ছিল। তাদের ব্যবসায়িক কারযক্রম জোরদার করার এবং বাংলাদেশে সরাসরি উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে হেলম্যান ওয়াল্ডওয়াইড লজিস্টিকস জিএমবিএইচ এর সাথে একটি শেয়ার সাস্ক্রিপশন চুক্তি করেছে। গতকাল ১৯ জানুয়ারি প্রতিষ্ঠান দুইটির মধ্যে একটি চুক্তি হয়েছে।
চুক্তির আওতায়, হেলম্যান সিটিএসএলের ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার (১০ টাকা ফেসভ্যালুর সাথে ৫৬.৫০ টাকা প্রিমিয়ামসহ) কিনবে। সিটিএসএলের শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে এই শেয়ার কিনতে পারবে প্রতিষ্ঠানটি।
উল্লেখিত শেয়ার লেনদেন শেষ হওয়ার পরে সিটিএসএলের ৬০ শতাংশ মালিকানা হবে সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ৪০ শতাংশ মালিকানা হবে হেলম্যান।
