পুঁজিবাজার ডেস্ক
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে মোট ২৩টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে ৫ কোম্পানির। এসব কোম্পানির মধ্যে ৩টি কোম্পানি ফেসভ্যালুর নিচে এবং ২টি কোম্পানি ফেসভ্যালুর কাছাকাছি দরে লেনদেন হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার লিমিট্ডে, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রডাস লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড ও ই-জেনারেশন পাওয়ার প্যাক পাওয়ার ।
জিবিবি পাওয়ার

কোম্পানির সর্বশেষ সমাপনী শেয়ার দর এসে দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ০৪ টাকা। এর আগের বছর একই সময় কোম্পানিটি লোকসান করেছিল ০ দশমিক ৩০ টাকা। বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে কোম্পানিটি।
বারাকা পাওয়ার
কোম্পানির সর্বশেষ সমাপনী শেয়ার দর এসে দাঁড়িয়েছে ৯ টাকা ৫০ পয়সা। প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ০ দশমিক ১২ টাকা। আগের বছরের একই সময় যা ছিল ০ দশমিক ২২ টাকা। কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
বারাকা পতেঙ্গা পাওয়ার
কোম্পানির সর্বশেষ সমাপনী শেয়ার দর এসে দাঁড়িয়েছে ৯ টাকা ৫০ পয়সা। প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি লোকসান করেছে ০ দশমিক ১৩ টাকা, এর আগের হিসাব বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০ দশমিক ০৪ টাকা। কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
বাংলাদেশ অয়েল্ডিং
কোম্পানির সর্বশেষ সমাপনী শেয়ার দর এসে দাঁড়িয়েছে ১১ টাকা। কোম্পানিটি গত কয়েক বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। বর্তমানে কোম্পনিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এনার্জি প্যাক পাওয়ার
কোম্পানিটির সর্বশেষ সমাপনী শেয়ার দর এসে দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৮৫ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল দশমিক ০৫ পয়সা । কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।