ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় লেনদেন ১১১ কোটি টাকার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে ১১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২২৯টির, দর কমেছে  ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে  ৬৩টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন