ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

আড়াই কোটি শেয়ার উপহার দেবে জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এই পরিচালক ২ কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে হস্তান্তর করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাহাঙ্গীরে আলম লেনদেন সিস্টেমের বাইরে তার কন্যা সাদমান সাইকা শেফাকে ১ কোটি ২৫ লাখ এবং ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ১ কোটি ২৫ লাখ শেয়ার উপহার দেবে। এরা দুজন কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলমের কাছে কোম্পানির মোট ১১ কোটি ৪০ রাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ার আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন