ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

আমিরাতে লটারিতে দুই বাংলাদেশির ভাগ্যবদল, জিতলেন প্রায় ৬৩ লাখ টাকা

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতেছেন দুই বাংলাদেশি প্রবাসী। এদের মধ্যে সোহেল আহমেদ আলাউদ্দিন পেয়েছেন ১ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। অপর বাংলাদেশি সামিউল আলম আব্দুর রাজ্জাক পেয়েছেন ৯০ হাজার দিরহাম, যা প্রায় ৩০ লাখ টাকা।

বিজয়ীদের গল্প

৪০ বছর বয়সী সোহেল আহমেদ দীর্ঘ ১৭ বছর ধরে দুবাইয়ে আছেন এবং সেখানে একটি ফলের দোকান পরিচালনা করেন। গত আট বছর ধরে তিনি লটারির টিকিট কিনছেন। সোহেল বলেন, “লটারিতে জয় সত্যিই অসাধারণ। আমি এই অর্থ দিয়ে নিজের ব্যবসার স্বপ্ন পূরণ করতে চাই। লটারি কেনা চালিয়ে যাব।”

অন্যদিকে, পাঁচ বছর ধরে দুবাইয়ে বসবাসরত সামিউল জানান, তারা ৩০ জনের একটি গ্রুপ হয়ে লটারির টিকিট কেনেন। এবার জেতা অর্থ গ্রুপের সবার মধ্যে ভাগ করে দেবেন। সামিউল বলেন, “লটারি জেতায় আমি খুবই খুশি। আমাদের দলগত প্রচেষ্টার ফল এটি।”

প্রবাসীদের লটারির আগ্রহ

আমিরাতের প্রবাসীরা বিভিন্ন কোম্পানির লটারির টিকিট কেনেন। এ ধরনের লটারি প্রতি মাসেই কারও না কারও ভাগ্য বদলে দিচ্ছে। প্রবাসী কর্মীরা আশা করেন, এই লটারিই একদিন তাদের স্বপ্নপূরণের সুযোগ এনে দেবে।

সূত্র: গালফ নিউজ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ