ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

কারসাজির শেয়ার খান ব্রাদার্সের এক মাসে দর বাড়ল ৫৪%

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি যেন কোন ভাবেই থামছে না। সম্প্রতি শেয়ারটির দর যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক মাসে শেয়ারটির দর ৬৬ টাকা ২০ পয়সা বা ৫৩.৬৯ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, আজ সোমবারও শেয়ারটির দর ডিএসইতে একদিনে ১২ টাকা ৩০ পয়সা বা ৬.৯৪ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৮৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। শুধ দর বৃদ্ধিতেই না লেনদেনও অস্বাভাবিভাবে বাড়ছে খান ব্রাদার্সের।

আজ ডিএসইতে খান ব্রাদার্সের ৪ হাজার ৯৫৯ বারে ১১ লাখ ৯৫ হাজার ১৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৭১ লাখ টাকা।

গতকাল রোববারও খান ব্রদার্সের শেয়ার দর একদিনে ১৬ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে কোম্পানিটির শেয়ার দর এমন বৃদ্ধি পেলেও অনেকটা নিরবেই রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

উল্টো ‘বি’ ক্যাটাগরির এমন কারসাজির শেয়ার ভালো কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে। গতকাল ১২ জানুয়ারি ডিএসইর সূচক কমিটি ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) এর বার্ষিক পুনর্বিন্যাস সম্পন্ন করেছে, যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। ডিএসই তাদের ব্লু চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ এ খান ব্রাদার্সকে অন্তর্ভুক্ত করেছে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে লোকসান করেছে খান ব্রাদার্স। গত বছর (৩০ জুন ২০২৪) নামমাত্র ০ দশমিক ০১ টাকা শেয়ারপ্রতি আয় দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এই আয় নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। নিঃসন্দেহে এই শেয়ারটি নিয়ে এখনো কারসাজিকারকরা তৎপর রয়েছে। তাই বিনিয়োগকারীদের এব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন