ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

গ্রামীণফোনসহ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির আজ ৩৮ কোটি ৫৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৪৭৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৪ হাজার ৯৫৯ বারে ২১ কোটি  ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নি সিস্টেমসের ১০ কোটি ৫৩ লাখ, স্কয়ার ফার্মার ৭ কোটি ৫৭ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ২৫ লাখ, রবি আজিয়টার ৭ কোটি ১৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৫ লাখ ও ওরিয়ন ইনফিউশনের৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন