ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ন

শাহরিয়ার নাজিম জয়: ‘আমি এখন জিম্মি’

আলোচিত ও সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বলেছেন, ‘আমি এখন জিম্মি।’ অভিনয়ে ২৫ বছর পূর্ণ করা এ তারকা তার দীর্ঘ ক্যারিয়ার, অভিজ্ঞতা, এবং বর্তমান অবস্থান নিয়ে এই মন্তব্য করেন।

জয় বলেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান-পতন, সাফল্য ও ব্যর্থতায় যা অর্জিত হয়েছে, তা হচ্ছে অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শকপ্রিয়তা পেলেও পেয়েছি অসংখ্য অভিমান। যদি শুধুই অভিনেতা হতে পারতাম, তাহলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম।’

শাহরিয়ার নাজিম জয় তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো, জিম্মি কী?’

জয়ের পোস্টে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দিয়েছেন। মোস্তাফিজ রহমান মানিক নামে এক নেটিজেন মন্তব্য করেন, ‘অভিনয়ের ২৫ বছর পূর্তিতে অভিনন্দন ভাইয়া।’ আরেকজন লেখেন, ‘অভিনন্দন ও শুভ কামনা রইল।’

অভিনয় ছাড়াও জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’ এর উপস্থাপনায় রয়েছেন। এই শো-এর প্রশ্ন ও উপস্থাপনার ধরন তাকে প্রায়ই সংবাদের শিরোনামে নিয়ে আসে।

অভিনয়ে তার অবদান ও দর্শকের সঙ্গে তার সম্পর্কের উত্থান-পতন নিয়ে এই পোস্টটি বেশ আলোচিত হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ