ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ন

২০ শতাংশের বেশি দর বাড়ল যে ৩ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির নেতৃত্বে রয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে গত সপ্তাহে ৩ দুর্বল কোম্পানির দর ২০ শতাংশের বেশি বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টি অ্যান্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

খুলনা প্রিন্টিং

সপ্তাহের ব্যবধানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ৩০.৩৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

জেড ক্যাটাগরির খুলনা প্রিন্টিং ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৮৬ কোটি ৬৬ লাখ টাকা।

গত ৪ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

খান ব্রাদার্স

সপ্তাহের ব্যবধানে খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে ২৩.৮৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩০ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ১৬১ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।

বি ক্যাটাগরির খান ব্রাদার্স সর্বশেষ ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের ব্যবধানে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ২১.৫৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে  ৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

জেড ক্যাটাগিরর সুহৃদ ইন্ডাস্ট্রিজ গত ৫ বছরে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বিগত সময়ে কোম্পানিটি কোন এজিএম অনুষ্ঠান করেনি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন