পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি দেয়। তবে কোম্পানিটি ডিএসইর চিঠির কোন জবাব দেয়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসই গত ৬ জানুয়ারি ই-মেইল এবং হার্ড কপির মাধ্যমে কোম্পানিটির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। কিন্তু কোম্পানিটি ডিএসইর চিঠির জবাব দেয়নি।
উল্লেখ্য, খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর গত ১৮ ডিসেম্বর ছিল ৭ টাকা ৪০ পয়সা। আর ৮ জানুয়ারি শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ৭১ শতাংশ বেড়ে ১২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
