ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী সানজিদার চিকিৎসায় সহায়তা চায় পরিবার

চট্টগ্রামের মীরসরাইয়ের মারুফ মডেল স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার (১৩) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছেন। গত বছরের ১৬ এপ্রিল তার ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে প্রায় ৮০ লাখ টাকা খরচ করে নিঃস্ব হয়ে গেছে তার পরিবার।

সানজিদার বাবা মো. সুমন রাজধানীর টঙ্গির চেরাগআলিতে ছোট একটি কাপড়ের ব্যবসা করেন। তার মা রোজিনা আক্তার চট্টগ্রামের গ্রামীণ ব্যাংকে কম্পিউটার অপারেটরের কাজ করেন। তাদের যা সঞ্চয় ছিল তা দিয়ে এতদিন মেয়ের চিকিৎসা করালেও, দীর্ঘমেয়াদি এই চিকিৎসার ব্যয় বহন করা এখন তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসা ও বর্তমান অবস্থা

চিকিৎসার শুরুতে সানজিদাকে ঢাকার ডেল্টা হাসপাতাল এবং ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার আহ্সানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সানজিদার চিকিৎসা আরও আড়াই বছর চলবে।

পরিবারের আর্তি

মো. সুমন বলেন,
“আমাদের যা ছিল সব দিয়ে চিকিৎসা করিয়েছি। এখন আমরা নিঃস্ব। সমাজের বিত্তবান, সরকার এবং সবাইকে অনুরোধ করছি, আমার মেয়ের চিকিৎসায় সহায়তা করুন। সহায়তা না পেলে আমার মেয়েটি ধুকে ধুকে মারা যাবে।”

সাহায্যের জন্য যোগাযোগ

সানজিদার চিকিৎসায় সাহায্য পাঠাতে পারেন নিচের ঠিকানায়:

  • অ্যাকাউন্ট নম্বর: 1135005983726 (National Bank)
    নাম: ROZINA AKTER
  • বিকাশ / নগদ নম্বর:
    • 01857477444 (সানজিদার ভাই)
    • 01949799543 (সানজিদার বাবা)

সানজিদার পরিবার তার চিকিৎসার জন্য সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ