ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

২০২৪ সালে ডিএসইর মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ৪৪৫১ কোটি টাকার

বিদায়ী বছর ২০২৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল অ্যাপে লেনদেনের পরিমাণ বেড়েছে। আলোচ্য বছরে ডিএসইর মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ৪ হাজার ৪৫১ কোটি টাকার বা ২৬.৪১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছরে ডিএসইতে মোবাইল অ্যাপে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ২৯৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার কোটি টাকার। আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এই লেনদেনের পরিমাণ ছিল ১৬ হাজার ৮৪৮ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইর মোবাইল অ্যাপে লেনেদেন বেড়েছে ৪ হাজার ৪৫১ কোটি ৩৬ লাখ টাকার বা ২৬.৪১ শতাংশ।

তবে বছরের ব্যবধানে কমেছে মোবাইল অ্যাপে লেনদেনকারীর সংখ্যা। ২০২৪ সালে ডিএসই মোবাইল অ্যাপে লেনদেনকারীর সংখ্যা ২ হাজার ২৫৫টি কমে ৩০ হাজার ৪৩৩টিতে দাঁড়িয়েছে। ২০২৩ সালে মোবাইল অ্যাপে লেনদেনকারীর সংখ্যা ছিল ৩২ হাজার ৬৮৮টি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন