ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা ২২ মিনিট পরযন্ত ডিএসইতে ১৫২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) লেনদেনের আড়াই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৭.২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ার দর।
