ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, অপর একজন শিক্ষার্থীকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার পটভূমি
ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হিন্দুধর্ম পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর বাংলাদেশে ইসকন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এই সময় আলীগড় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। পাশাপাশি ভারতীয় নারী সম্পর্কে অশোভন মন্তব্য করায় তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, সাবেক শিক্ষার্থী মেহমুদ হাসান এবং বর্তমান শিক্ষার্থী সামিউল ইসলামকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। মেহমুদ ইতোমধ্যে বাংলাদেশে ফিরে গেছেন, আর সামিউল এলএলবি কোর্সে ভর্তি হলেও তাকে আর বিশ্ববিদ্যালয়ে ফিরতে দেওয়া হবে না।
অন্যদিকে, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরিফুর রহমানকে সতর্ক করা হয়েছে। তার বর্তমান কোর্স শেষ হওয়ার পর আর কোনো পড়ালেখার সুযোগ দেওয়া হবে না।
বিক্ষোভ ও প্রশাসনের সিদ্ধান্ত
ইসকন ও ভারতীয় নারী বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মন্তব্যকে কেন্দ্র করে আলীগড় বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের দাবির মুখে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।
বাংলাদেশ বিরোধী প্রবণতা বৃদ্ধি
বাংলাদেশে সংখ্যালঘুদের কথিত নির্যাতন নিয়ে সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশ বিরোধী প্রচারণা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব এতটাই তীব্র হয়েছে যে, বাংলাভাষী ভারতীয়রাও হেনস্তার শিকার হচ্ছেন।

সূত্র: ডেকান হেরাল্ড


















