বিদায়ী সপ্তাহে (২২-২৬,ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনরে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ২১.৩২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ২৯৩ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৭৯ কোটি ৫৩ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর মোট লেনদেনও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩১৮ কোটি ১৪ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৭.১২ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ কমে ৫ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৪৫টির এবং অপরবর্তিত রয়েছে ২৫০টির।
এদিকে সার্বিক বাজারে নেতিবাচক প্রভাব থাকলেও বেড়েছে ডিএসইর বাজার মূলধন।গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ১৪ শতাংশ বা ৯৫৫ কোটি ৪৪ লাখ টাকা।