ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

উইন্ডিজ টেস্ট দলে আমির

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন আমির জাঙ্গু। পাকিস্তান সফরে প্রথমবারের মতো সাদা পোশাকের ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

প্রায় ১৮ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

সবশেষ বাংলাদেশ সিরিজের দলে পরিবর্তন দুটি। ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। পায়ের চোটে ছিটকে গেছেন শামার জোসেফ। আর আইএল টি-টোয়েন্টির ব্যস্ততায় পাকিস্তান সফরে যাবেন না আরেক পেসার আলজারি জোসেফ।

আমির পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ৮ ইনিংসে ১০০ গড়ে ৫০০ রান করেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। বাঁহাতি এই মিডল-অর্ডার চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে খেলেন মাত্র ৮৩ বলে ১০৪ রানের ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সময় গ্লোবাল সুপার লিগে ব্যস্ত ছিলেন মোটি। পাকিস্তানে তার সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিক্যান।

এর আগে ক্যারিবীয়রা পাকিস্তানে সবশেষ সিরিজের খেলেছে ২০০৬ সালের নভেম্বরে। মাঝে ২০১৬ সালে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে একটি টেস্ট সিরিজ খেলেছিল দুই দল।

আগামী ২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা হবে ক্যারিবিয়ানরা। করাচিতে প্রথম টেস্ট শুরু ১৬ জানুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আমির জাঙ্গু, মিকাইল লুই, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ