ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে মীর আখতার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতারের পরিচালনা পর্ষদ প্রিফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, ফুলী রিডামবল প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।

এনার্জি প্যাকের ইজিএম আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন