ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন

ওরিয়ন ইনফিউশনসহ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ৩৫ কোটি  ২২ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ১৭৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ৯০৩ বারে ২২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মা ১৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজ ১৫ কোটি ৪৫ লাখ, জিপিএইচ ইস্পাত ৯ কোটি ৮৬ লাখ, সায়হাম কটন ৭ কোটি ৪৬ লাখ, বেক্সিমকো ফার্মা ৭ কোটি ৩৭ লাখ, রবি ৬ কোটি ৮৮ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনে ৬ কোটি ৫৯ লাখ ও এনআরবি ব্যাংকের ৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন