ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

শেয়ারবাজারের ৮ শিল্প গোষ্টির আর্থিক অপরাধ অনুসন্ধানে যৌথ তদন্ত শুরু

দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এদের মধ্যে ৮ শিল্প গোষ্টি রয়েছে যাদের কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে।

দুদক ও সিআইডির যৌথ এই তদন্ত সমন্বয় করছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই তদন্ত শুরু হয়েছে।

শেয়ারবাজারের ৮ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সেগুলো হলো—এস আলম, বেক্সিমকো, জেমকন,  সামিট, ওরিয়ন, বসুন্ধরা, সিকদার ও আরামিট গ্রুপ।

জানা গেছে, ২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা আলাদা চিঠির মাধ্যমে বিএফআইইউকে আইন ও অর্থ পাচার প্রতিরোধ বিধিমালার আওতায় কোম্পানিগুলোর বিরুদ্ধে যৌথ তদন্তের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানায়। অর্থ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে প্রতিটি গ্রুপের বিষয়ে তদন্তের জন্য দুদক ও সিআইডিকে ৪ ডিসেম্বর চিঠি দেয় বিএফআইইউ।

অর্থ পাচার প্রতিরোধ বিধিমালা অনুযায়ী, কোনো তদন্তকারী সংস্থার অনুরোধে বা প্রয়োজন হলে সরকারের সঙ্গে পরামর্শক্রমে বিএফআইইউ একাধিক তদন্তকারী সংস্থার সমন্বয়ে একটি নির্দিষ্ট তদন্তকারী সংস্থার তদন্ত কর্মকর্তাকে প্রধান করে একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করতে পারে।

দুদক, সিআইডি ও কাস্টমস গোয়েন্দাকে দেওয়া বিএফআইইউর চিঠিতে বলা হয়, এসব গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘুষ ও দুর্নীতিসহ অবৈধ পন্থায় অর্থ উপার্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া এসব ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে কর ও শুল্ক ফাঁকি এবং বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচারসহ বিভিন্ন অবৈধ পন্থায় বিদেশে অর্থ পাচারের তথ্য রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদন সময়-সময় সংস্থাগুলোকে ‘বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে আন্তসংস্থা টাস্কফোর্স’ ও বিএফআইইউতে সরবরাহ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএফআইইউর চিঠির পর তিন সংস্থার সমন্বয়ে যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের আওতায় আসা গ্রুপগুলোর বেশির ভাগের ব্যাংক হিসাব এরই মধ্যে জব্দ করেছে বিএফআইইউ। এসব ব্যবসায়ী গ্রুপের সম্পদের পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণ, ঋণের ব্যবহার, অর্থের গতিপথ, তাদের ব্যবসায়িক ও অন্যান্য লেনদেন, ঋণের সুবিধাভোগীসহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে তাঁদের সম্পদের বিষয়ে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন