পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিসের উৎপাদন ৫ থেকে ৬ বছর বন্ধ রয়েছে। সম্প্রতি এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে খবরটি সঠিক না।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, তাদের উৎপাদন কখনো বন্ধ হয়নি। কোম্পানির রপ্তানি নেই, তবে ট্রলিং সিস্টেমের মাধ্যমে উৎপাদন চলছে। এমতাবস্থায় কোম্পানিটি ডিএসইকে সরাসরি কারখানা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। একই সাথে ফেসবুক গ্রুপের ভিত্তিহীন খবর বিশ্বাস না করার জন্য অনুরোধ জানিয়েছে।
কোম্পানিটি আরও জানায়, খান ব্রাদার্স গত ৫ বছরে লভ্যাংশ ঘোষণা করেছে এবং বিতরণ করেছে। কোম্পানিটি ২০২০ সালে ২ শতাংশ নগদ, ২০২১ সালে লভ্যাংশ দেয়নি, ২০২২ সালে ২ শতাংশ নগদ, ২০২৩ সালে লভ্যাংশ দেয়নি এবং ২০২৪ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সুতরাং, কোম্পানিটি এখনও ভালো অবস্থায় আছে এবং ‘জেড’ ক্যাটাগরিতে যায়নি।
