ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

যে কারণে সন্ধানী লাইফের আয় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়াম আয় বাড়াতে নানামুখি কার্যক্রম পরিচালনা করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যে কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিটির আয় বাড়ছে বলে জানান সচিব মো. মিজানুর রহমান।

তিনি বলেন, কোম্পানির ব্যবসা বা আয় বাড়াতে প্রত্যেক মাসেই দেশের প্রত্যেক বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুম মিটিং করেন। কিভাবে ব্যবসার পরিধি বাড়ানো যায়, সে ব্যাপারে তাদের দিক নির্দেশনা দেন তিনি। পারফর্মেন্সের উপর ভিত্তি করে কর্মকর্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার ঘোষণাও দেন। এতে করে তারা উদ্বুদ্ধ হয়ে কোম্পানির আয় বাড়ানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেক বছর সম্মেলনের ব্যবস্থা করে। গত দুই বছর সম্মেলন করতে আমরা কক্সবাজার গিয়েছিলাম। চলতি বছরেও আমরা সম্মেলনে যাবো। এছাড়াও বিভিন্ন সময় কোম্পানির কর্মকর্তাদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি।

মিজানুর রহমান বলেন, চলতি বছরের (২০২৪) নভেম্বর পর্যন্ত কোম্পানির মোট প্রিমিয়াম আয় হয়েছে ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা। বছর শেষ হওয়ার পর আমাদের প্রিমিয়াম আয় আরও বাড়বে।

আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৩ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছিল ১২ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা। গত পাঁচ বছর ধরে কোম্পানিটি তার বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে ১২ শতাংশ করে নগদ লভ্যাংশ প্রদান করে আসছে। ২০২৩ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১০ পয়সা।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ৬৩৩টি; যার মধ্যে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে যথাক্রমে ১৫ দশমিক ৬২ শতাংশ ও ৫৪ দশমিক ৯৩ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন