ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার তাসিয়া সিকিউরিটেজর লেনদেন সোমবার, ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে।ডিএসই আগামীকাল থেকে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক চিঠির মাধ্যমে ডিএসইকে জানিয়েছে তাসিয়া সিকিউরটিজের স্টক ব্রোকার এবং স্টক ডিলার সনদ নবায়ন করার মত অবস্থায় নেই। কারণ প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধনের নেট অনুপাত রক্ষণা-বেক্ষণ করতে অক্ষম।
এমতাবস্থায় ডিএসই ৯ ডিসেম্বর থেকে তাসিয়া সিকিউরটিজের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
