নিউ ইয়র্ক প্রবাসী ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ দেশবাসীকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিউ ইয়র্কের একটি বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে। দেশটির মিডিয়া এবং সংখ্যালঘু ইস্যুকে হাতিয়ার করে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।”
জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপের পরামর্শ
তিনি বলেন, ভারতের এই আগ্রাসনকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। জাতিসংঘসহ বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে কূটনৈতিকভাবে আরও সোচ্চার হতে হবে। চীন, সৌদি আরব, তুরস্কের মতো মিত্রদের সহায়তায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের মিথ্যাচার এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করতে হবে।
সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রয়োজনীয়তা
মঈন আহমেদ সতর্ক করেন যে, ভারতের সশস্ত্র বাহিনী যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ চালাতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
ঐক্যের আহ্বান
তিনি আরও বলেন, “দেশের সংকটময় পরিস্থিতিতে দলমত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসী বাংলাদেশিরাও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

ব্যক্তিগত জীবন
২০০৯ সালে সেনাপ্রধান পদ থেকে অবসর নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জেনারেল মঈন। সেখানে চিকিৎসা ও পরিবারসহ সময় কাটালেও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বরাবরই সচেতন ছিলেন।
মঈন ইউ আহমেদ বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করছেন এবং দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। তবে এবার প্রকাশ্যে এসে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভাবনা তুলে ধরলেন।


















