শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্স্যুরেন্সের ১১তম বার্ষিক সাধারণ সভার (এজএম) নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায় কোম্পানিটি হাইব্রিড সিস্টেম ও ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠান করবে। কোম্পানিটির এজিএম ২৯৫/জেএ/১৪ রায়ের বাজার, মনিকা স্টেটে অনুষ্ঠিত হবে।
এছাড়া ডিজিটাল প্লাটফর্মে নিচের লিংকের মাধ্যমে এজিএমে অংশগ্রহণ করা যাবে। https://sikderinsurance.bdvirtualagm
এর আগে কোম্পানিটির এজিএম ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানিটি এজিএম স্থগিত করেছিল।
