শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স বিগত ১১ বছর ধরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়না। এই ধারাবাহিকতায় কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ কোম্পানিটি ১ যুগ ধরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৮৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৫৮৭ টাকা ৮৭ পয়সা।
উচ্চ আদালতের অনুমতি পেলে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু ঘোষণা করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।
উল্লেখ্য, পাট খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি জুট স্পিনার্স দীর্ঘদিন লোকসানে রয়েছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ২৬ কোটি ৭৭ লাখ টাকা।
