ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ন

প্রথম প্রান্তিকে বিডি থাই ফুডের আয় কমেছে ৮০%

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে ৮০ শতাংশ।

সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ০.০৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় কমেছে ১২ পয়সা বা ৮০ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ১২ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন