ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন

এক নজরে দেখে নিন সিরামিক খাতের ৫ কোম্পানির লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি পাঁচটি। সর্বশেষ হিসাব বছরের জন্য চারটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আর একটি কোম্পানি ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি পাঁচটি হলো- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, শাহিনপুকুর সিরামিকস লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এক নজরে কোম্পানিগুলোর লভ্যাংশের পরিমাণ লক্ষ্য করা যাক। ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি উদ্যোক্তা পরিচালকদের বাদ দিয়ে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োকারীদের জন্য সর্বশেষ হিসাব বছরে (৩০ জুন ২০২৪) ২ শতাংশ নগদ লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি মোট এক কোটি ৭৮ হাজার ৫০৯ টাকা লভ্যাংশ প্রদান করবে। জুন ক্লোজিংয়ের কোম্পানিটির সর্বশেষ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় হয়েছে ০ দশমিক ২০ টাকা। এর আগের হিসাব বছরে (৩০ জুন ২০২৪) যা ছিল ০ দশমিক ২৬ টাকা।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটি উদ্যোক্তা পরিচালকদের বাদ দিয়ে অন্যান্য বিনিয়োগকারীদের জন্য সর্বশেষ হিসাব বছরে এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, টাকার অঙ্কে যার পরিমাণ ২৩ লাখ ৬০ হাজার ৪১১ টাকা। জুন ক্লোজিংয়ের কোম্পানিটির সর্বশেষ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় হয়েছে ০ দশমিক ৩৯ টাকা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ দশমিক ৯১ টাকা।

শাহিনপুকুর সিরামিকস লিমিটেড কোম্পানিটি উদ্যোক্তা পরিচালকদের বাদ দিয়ে অন্যান্য বিনিয়োগকারীদের জন্য সর্বশেষ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, টাকার অঙ্কে যার পরিমাণ এক কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৬০৮ টাকা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০ দশমিক ১৬ টাকা। এর আগের বছর যা ছিল ০ দশমিক ৪১ টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ দশমিক ০২ টাকা। এর আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৯ দশমিক ০৩ টাকা।

সিরামিকস খাতের একমাত্র ডিসেম্বর ক্লোজিংয়ের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। সর্বশেষ হিসাব বছরে (৩১ ডিসেম্বর ২০২৩) কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল এক টাকা ৪৪ পয়সা। এর আগের বছর (৩১ ডিসম্বের ২০২২) যা ছিল এক টাকা ৫৭ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন