ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:০০ অপরাহ্ন

২০০ কোম্পানির দরপতন, সূচকের নামমাত্র উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০০টি বা ৫০ শতাংশ কোম্পানির দর কমেছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৯ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৮১ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১  পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ১১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, দর কমেছে টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৯টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৩ পয়েন্ট।

সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ১১৮টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সিএসইতে ৭ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন