ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১২টা ১০ মিনিট পরযন্ত ডিএসইতে ১৫১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার দর।
