ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৬৩টি বা ৪১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। আজ ইউনিটির দর ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- নিউলাইন ক্লোথিংসের ৭.৪৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৯৫ শতাংশ, আর্গন ডেনিমসের ৬.৬৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫.৯৫ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.৭১ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৪৫ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৪.৩২ শতাংশ কমেছে।