শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠি অনুযায়ী এবং পরিচালকদের আলোচনার ভিত্তিতে নতুন পর্ষদ গঠন করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত একটি এমইওইউ এর মাধ্যমে কোম্পানিটির পরিচালনাগত দ্বন্দ্বের অবসান হয়। পরবর্তীতে একই মাসের ১৮ তারিখে শেয়ারহোল্ডার পরিচালক অন্তর্ভুক্তির মাধ্যমে শেয়ারহোল্ডিং ধারণ ৩০ শতাংশে উন্নীত হয়। তাতে গত ১৭ নভেম্বর আট সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে কোম্পানিটি।
আলহাজ্ব টেক্সটাইলের নতুন পর্ষদের সদস্যরা হলেন- ১. মোঃ বখতিয়ার রহমান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত); ২. মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত); ৩. মোঃ হারুনুর রশীদ, পরিচালক; ৪. মোঃ আব্দুল্লাহ বোখারী, পরিচালক; ৫. মোঃ তালহা, পরিচালক; ৬. মোঃ সাইদুল ইসলাম, পরিচালক; ৭. মিসেস খোদেজা খাতুন, পরিচালক; ৮. মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, পরিচালক।
