সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৩টি বা ৬৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৯ কোটি ২৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৭ লাখ টাকার।
বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমেছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, দর কমেছে ২৬৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৪টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৭ পয়েন্ট।
সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪৫টির দর বেড়েছে, কমেছে ১৩২টির আর ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ১২ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।