ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন

লোকসান বেড়েছে ৪ আর্থিক প্রতিষ্ঠানের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচয়েয়ে খারাপ অবস্থানে আছে আর্থিক খাত। এ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লোকসান গুনছে। তার প্রতিফলন উঠে এসেছে কোম্পানিগুলোর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে। জুলাই- সেপ্টেম্বর প্রান্তিকে  লোকসানে রয়েছে ৮টি প্রতিষ্ঠান। যার ৪টির লোকসান বেড়েছে।

১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিএসই সূত্র জানায়, দেশের পুঁজিবাজারে বর্তমানে ২৩টি আর্থিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। সম্প্রতি ১৪টি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে লোকসানে রয়েছে ৮টি প্রতিষ্ঠান। যার ৪টির লোকসান বেড়েছে।

লোকসান করা কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডি ফিন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফাস্ট ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

এক নজরে লোকসান বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর আর্থিক চিত্র।

ইসলামিক ফিন্যান্স

চলতি বছরে তৃতীয় প্রান্তিকে ইসলামিক ফিন্যান্স শেয়ার প্রতি লোকসান করেছে  ৫ টাকা ৭১ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ১৬ পয়সা লোকসান ছিল। এই হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩ টাকা ৫৫ পয়সা বা  ১৬৪ শতাংশ।

ফনিক্স ফাইন্যান্স

তৃতীয় প্রান্তিকে ফনিক্স ফাইন্যান্সের লোকসান ৪ টাকা ৬২ পয়সা বা ৪৮ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৪ টাকা ২২ পয়সা। আগের বছর কোম্পানিটির ৯ টাকা ৬০ পয়সা লোকসান ছিল।

ইউনিয়ন ক্যাপিটাল

তৃতীয় প্রান্তিকে ইউনিয়ন ক্যাপিটালের লোকসান ১ টাকা ১৪ পয়সা বা ৮০ শতাংশ বেড়ে দাড়িয়েছে ২ টাকা ৫৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ১ টাকা ৪২ পয়সা লোকসান ছিল।

ফাস্ট ফিন্যান্স

চলতি বছরে তৃতীয় প্রান্তিকে ফার্স্ট ফিন্যান্স শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর কোম্পানিটির ৮৭ পয়সা লোকসান ছিল। এই হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩৪ পয়সা বা ৩৯ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন