ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:২১ অপরাহ্ন

আড়াই ঘণ্টায় লেনদেন ২৫৩ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের আড়াই ঘণ্টায় ২১৬টি বা ৫৬ শতাংশ  কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১২টা ২২ মিনিট পরযন্ত ডিএসইতে ২৫৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর লেনদেন শুরুর প্রায় আড়াই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৮  পয়েন্ট কমে ১ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন