ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

প্রিমিয়ার লিজিংয়ের মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির মিরপুর শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে মিরপুর ব্রাঞ্চের সব কারযক্রম বন্ধ করতে পারবে। এই ব্রাঞ্চটি ঢাকা মিরপুরের এস.এম ম্যানশন (সেকেন্ড ফ্লোর), ৩২ মেইন রোড, ব্লক-খ, সেকশন-৬ এ অবস্থিত।

উল্লেখ্য, আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দীর্ঘদিন ধরে কোম্পানিটি লোকসানে রয়েছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩৭৫ কোটি ৪১ লাখ টাকা।২০১৯ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন