ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সর্বোচ্চ হাতবদল হয়েছে অগ্নি সিস্টেমস ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারে। প্রায় ৮ হাজার বার হাতবদল হয়েছে কোম্পানি দুইটির শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি হাতবদল হয়েছে সোনালী আঁশের শেয়ার। কোম্পানিটি ৮ হাজার ২৩৩ বারে ৮ লাখ ৩৯ হাজার ৭২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৯৯ লাখ টাকা।
কোম্পানিটির আজ বাজার দরও বেড়েছে। আজ সোনালী আঁশের দর ৭ টাকা ১০ পয়সা বা ২.৪৩ শতাংশ বেড়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ হাতবদল হয়েছ অগ্নি সিস্টেমসের শেয়ার। আজ কোম্পানিটি ৭ হাজার ৮৩০ বারে ১ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ২০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৭৩ লাখ টাকা।

প্রকৌশল খাতের কোম্পানিটি শুধু লেনদেনেই না দরপতনেরও শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।