দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতির কারণে রুগ্ন দশায় রয়েছে দেশের বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান। তার প্রতিফলন উঠে এসেছে কোম্পানিগুলোর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে জুলাই- সেপ্টেম্বরে মুনাফা বেড়েছে মাত্র ৩টি প্রতিষ্ঠানের।
১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডিএসই সূত্র জানায়, দেশের পুঁজিবাজারে বর্তমানে ২৩টি আর্থিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। সম্প্রতি ১৪টি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে লোকসানে রয়েছে ৯টি প্রতিষ্ঠান। যার ৪টির লোকসান বেড়েছে। আর ব্যতিক্রম মাত্র ৩ কোম্পানি,যাদের মুনাফা বেড়েছে।
মুনাফা বৃদ্ধি পাওয়া ৩ কোম্পানি হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স ও ডেল্টা ব্রাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড।
আইডিএলসি ফিন্যান্স

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে আইডিএলসি ফিন্যান্সের শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ০.৬৭ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.৫৪ পয়সা বা ৮০ শতাংশ।
লংকাবাংলা ফিন্যান্স
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে লংকাবাংলা ফিন্যান্সের শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ০.০৭ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.৩৯ পয়সা বা ৫৫৭ শতাংশ।
ডিবিএইচ
বছরের তৃতীয় প্রান্তিকে ডিবিএইচের শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ২০ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪৮ পয়সা বা ৪০ শতাংশ।


















