ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

ডিএসইতে পিই রেশিও ৯.৮৩ পয়েন্ট

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ দশমিক ১৫ শতাংশ কমে ৯.৮৩ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কম বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে পিই রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগ ঝুঁকিও তেমনি কমেছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.১৫ পয়েন্ট। আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ৯.৮৩ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে দশমিক  ৩২ পয়েন্ট বা ৩ দশমিক ১৫ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিও’র তথ্য মতে, মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ২৯ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫ দশমিক ৪৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৬ দশমিক ৪৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০ দশমিক ৩০ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১ দশমিক ৫৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২ দশমিক ০৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২ দশমিক ৮৪ পয়েন্টে, আর্থিক খাতে ১২ দশমিক ৮৮ পয়েন্টে, পাট খাতে ১৪ দশমিক ৯০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১২ দশমিক ৯৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩ দশমিক ৯৯ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৪ দশমিক ৩৪ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৬ দশমিক ০৮ পয়েন্টে, বিবিধ খাতে ১৬ দশমিক ৮৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৮ দশমিক ৪২ পয়েন্ট, আইটি খাতে ১৮ দশমিক ৮৮ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ৩১ দশমিক ১৮ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৯ দশমিক ১৮ পয়েন্টে এবং সিরামিক খাতে ৯৯ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন