ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

সূচকের উত্থানের ভূমিকায় যে ৫ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৫৮ কোম্পানির উত্থানে লেনদেন শেষ হয়েছে। আর কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৫টি কোম্পানি রয়েছে, যেগুলো বাজারকে উত্থানে রাখতে বড় ভূমিকা রেখেছে। এই কোম্পানিগুলোরর শেয়ার দর যদি কমে যেত তাহলে বাজারকে উত্থানে দাঁড়ানো সম্ভব হতে না।

কোম্পানিগুলো হলোঃ বেক্সিমকো ফার্মা, রবি, বিএটিবিসি, যমুনা ব্যাংক ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

বেক্সিমকো ফার্মা

বেক্সিমকো ফার্মার শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ৮৪ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৮৯ টাকা ২০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৫.৫৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সূচক বেড়েছে ৪.৫০ পয়েন্ট।

রবি

শেয়ারবাজার উত্থানে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রয়েছে রবি আজিয়াটার। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৬ টাকা ৭০ পয়সায়। শেয়ারটির দর বাড়ার কারণে সূচক ৪.৫০ পয়েন্ট বেড়েছে।

বিটিবিসি

শেয়ারবাজার উত্থানে তৃতীয় সর্বোচ্চ ভূমিকার রয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) লিমিটেডের। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ৩৭৩ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয় ৩৭৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর  পয়সা বেড়েছে। এর মাধ্যমে সূচক বেড়েছে ৩.৪৮ পয়েন্ট।

আজ বাজারকে উত্থানে তুলতে অন্য যেসব কোম্পানির অবদান রয়েছে সেগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ২.৯৯ পয়েন্ট এবং ব্রাক ব্যাংকের মাধ্যমে সূচক ২.৬৬ পয়েন্ট বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন