ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন

আমান ফিডসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৫৮টি বা ৬৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে আমান ফিড লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪১ টাকা ১০ পয়সা লেনদেন হয়।
কনফিডেন্স সিমেন্ট ৫ টাকা ২০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৯.৮৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৭৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৯.৭৪ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.৪৬ শতাংশ, যমুনা ব্যাংকের ৮.৯৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮.১৩ শতাংশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৮ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন