পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিএসইসির ৯৩১তম কমিশন সভায় বন্ডটির প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএসইসি পূবালী ব্যাংকের আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডামবল, ফ্লোটিং রেট, ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে।
প্রাইভেট-প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা যাবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পূবালী ব্যাংক টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে।

বন্ডটির ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফিন্যান্স পিএলসি। বন্ডটির অ্যাঞ্জোর হিসাবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।এছাড়া পূবালী ব্যাংকের বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে বলে জানিয়েছে বিএসইসি।