ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৬ হাজার কোটি টাকা

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক আর লেনদেন দুটোই বেড়েছে বড় ব্যবধানে। এর ফলে ইতিবাচক প্রভাব পড়েছে ডিএসইর বাজার মূলধনেও। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ হাজার ৪৭৭ কোটি ৮৪ লাখ টাকার বাজার মূলধন ফিরেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৬৫ হাজার ৩৩কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১  হাজার ৮০৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯৭  শতাংশ বা ৬ হাজার ৪৭৭ কোটি ৮৪ লাখ টাকা।

এদিকে ডিএসইর সাপ্তাহিক লেনদেনেও ইতিবাচক প্রভাব রয়েছে। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩ কোটি ২৬  লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৪৫ কোটি ৮০ লাখ টাকর লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে।বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৯ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি  ৪৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৪টির, কমেছে ১১১টির এবং অপরবর্তিত রয়েছে ২৯টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন