ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকের তলব

ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকের তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠিয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাত স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এসব কর্মকর্তাকে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদান করতে হবে। অভিযোগ রয়েছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সারওয়ার চৌধুরীসহ কয়েকটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ করেছে।

জিজ্ঞাসাবাদের জন্য ১০ নভেম্বর হাজির হতে বলা হয়েছে ইসলামী ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান ও এসএভিপি নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাদের। ১১ নভেম্বর হাজির থাকবেন উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরীসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ১২ নভেম্বর উপস্থিতির জন্য তলব করা হয়েছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী, ডিএমডি এএফএম কামালুদ্দিনসহ আরও কয়েকজন কর্মকর্তাকে।

এই তলবের মাধ্যমে দুদক ঋণ বিতরণ সংক্রান্ত সম্ভাব্য অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে আরও গভীরভাবে অনুসন্ধান চালাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন